কর্ম করলে ফল পাবে
ভালো কিংবা মন্দ;
জীবন পথে চলতে গিয়ে
দেখবে এটাই ছন্দ।

ভালো ভাবনায় ভালো কর্ম
ফলটা আসে ভালো;
আর ঐ মন্দ কর্মে মন্দ ফল
ঘেরে আঁধার কালো।

চেতনার আলো জ্বললে মনে
আঁধার যাবে সরে;
তবেই কর্ম সুন্দর হবে
পারবে দাঁড়াতে ঘুরে।

ভালো-মন্দ সত্য মিথ্যার
গুরুত্ব যে অনেক;
কেউ ভাবে মূল্য কোথায়?
পড়ে সাধুর ভেক।

সময় এলেই বুঝতে পারে
কাহার মূল্য কি?
পয়সা দিয়ে তাইতো রাখে
হতচ্ছাড়া ঝি।

১৮ই বৈশাখ,১৪৩১,
ইং ০১/০৫/২০২৪,
বুধবার সকাল ৮:৪৫। ২৩৫৬,২১/৩৩
০২/০৫/২০২৪।