শৈশব কাটে স্বর্গীয় সুষমায়
কৈশোর শুধই আনন্দে ধায়;
যৌবনে এসে পূর্ণতা পায়
সত্য মিথ্যার হয় না নির্ণয়।
মিথ্যা বলে সত্য রে ভাই
বলতো আমি কোথায় যাই?
কিছু সত্য, কিছু মিথ্যা,
লুকায়ে রাখতেই হয় তাই।
ক্ষণিক তরে হয়তো পারে
দীর্ঘ সময় পারেনা সে;
সত্য সে যে সত্য হয়েই
একটা সময় বেরিয়ে আসে।
বৃদ্ধ বয়সের স্মৃতি হয়ে
আনন্দে দুঃখে জড়িয়ে রাখে;
স্বার্থ এবার নিঃস্বার্থ হয়ে
সব চুলচেরা বিচার করে।
১৮ই অগ্রহায়ণ,১৪২৯,
ইং ০৫/১২/২০২২,
সোমবার বেলা ১২:২৩।২২১০, ১৬/১৮৩, ৭/১২/২০২৩