সন্ধার পরে সন্ধ্যা আসবে
ভোরের পরে ভোর;
আশির কোঠায় পা দিয়েও
খুললো না জ্ঞানের দোর।
নোবেল দিল কে তোমারে
ও যে মহামূল্যবান;
জ্ঞানীগুনিরাই পেয়ে থাকে
সেই শ্রেষ্ঠ সম্মান।
অর্থনীতিবিদ পায় শান্তির পুরস্কার
ভাবতে অবাক লাগে;
নোবেল প্রাপ্তির সেই কথা নিয়ে
মনে নানান প্রশ্ন জাগে।
সনাতন প্রকৃতির ধর্ম মেনে সবাই
ভোগে কর্মের ফল;
ওহে! ঐ যে অপরাধ করলে তুমি
হবে কি গলে জল?
জাতির পিতার মূর্তি ভাঙলে
খুন করলে নিরপরাধ মানুষ;
সেই অপরাধ জমে রইলো
মনে জাগে নাই কি হুশ?
এই জীবদ্দশায় ঘটতে পারে
তোমার সাথেও তাই;
তখন দেশজুড়ে আনন্দ করবে
অপরাধী নয় কারও ভাই।
২৪শে অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ১০/১২/২০২৪,
মঙ্গলবার সকাল ১১:০৬। ২৫৮০, ২৩/১৮৮,
১১/১২/২০২৪।