টান পড়লো কানে এবার
মাথার ব্যথা শুরু;
কান যাচ্ছে গরাদে দেখে
মাথার বাঁকে  ভুরু।

সততার ঐ পথিক এবার
ফোস ফোস করে;
কোন সাপুড়ের পালায় পড়ে
ঢুকছে এবার ঘরে।

ওই মিথ্যাচারের সঙ্গী সাথী
তাকায় ঘুরে ফিরে;
ঝড়ের আভাস পেল বুঝি
চলছে তাই ধীরে।

ডাক্তার তুমি দেখো এবার
টেথিস্কোপটা দিয়ে;
বুঝি হৃদপিণ্ডটা বন্ধ হল
ফাঁসির ভয় পেয়ে।

২৯শে ভাদ্র , ১৪৩১,
ইং ১৫/০৯/২০২৪,
রবিবার ভোর ১২:৪১। ২৪৯৪, ২২/১৭৫,
১৬/০৯/২০২৪।