কল্পনা Thesis বাস্তব Theory
তাইতো এত সংঘাত;
জীবনের ধারা অংক মানেনা
তাই সমস্যা দিন রাত।

সকালের ভাবনা বিকেলে মেলে না
আকাশ পাতাল প্রভেদ;
তাই বৈদিক যুগের ধ্যান-ধারণা
বর্তমানে সাথে বিভেদ।

এই কলির যুগের কেহ কেহ
ত্রেতাযুগে ফিরতে চায়;
বৃদ্ধতে এসে ওই যৌবনকে
কেউ কি ফিরে পায়?

প্রকৃতির ধারা মানে না যারা
তাঁদের ধ্বংস অনিবার্য;
চালচলনে তাই প্রকাশ পায়
ওটাই ওদের কার্য।

সময়ের সাথে তাল মিলিয়ে
না চলতে পারলে;
নিশ্চিহ্ন হবে এই জগত থেকে
পারবেনা বাঁচাতে হল্লে।

প্রকৃতির সত্য প্রকৃতির কাছে
স্রষ্টার সৃষ্টির কাছে নয়;
না মানিলে সেই আপ্ত বাক্য
ঐ সব কিছুই ধ্বংস হয়।

৪ঠা জৈষ্ঠ, ১৪৩১
ইং ১৮/০৫/২০২৪,
শনিবার সকাল ৭:৪৬ ২৩৭৩, ২১/৭৮
১৯/০৫/২০২৪।