ধ্যান সাধনা কল্পনা মাত্র
চেতনা বাস্তব রূপ;
মৃত্যু সে যে আঁধার ঘেরা
জীবন জ্বালায় ধুপ।
ঐ কল্পনা শুধুই ব্রহ্ম চিন্তা
চেতনাই সেই দর্শন;
মঙ্গলের জন্য ভাবনা আসুক
উঠবে জেগে মনন।
তর্ক বিতর্ক সেই একই ধারা
সত্যটা তার ফল;
সকল বাঁধা পেরিয়ে এসে
মুক্তিতে হবে জল।
মানুষ বাঁচবে জীবন বাঁচবে
বাঁচবে ধরার সব;
শান্তি সুখের আনন্দেতে
ঐ উঠবেই কলরব।
১লা শ্রাবন,১৪৩১,
ইং ১৭/০৭/২০২৪,
বুধবার সকাল ৬:৩৮। ২৪৩৩, ২২/২২
য১৭/০৭/২০২৪।