আঁধার ঘরে কালো গুটি
ওই বুঝবো কেমনে তবে;
কালোয় কালোয় মিশে সব
একদিন একাকার হয়ে যাবে।
না এলে চেতনার আলো
কালোই থাকবে পড়ে কালো;
ওই অন্ধকারে বলবো আমরা
সবাই আছি বড্ড ভালো।
জ্ঞান অজ্ঞানে মিলে মিশে
কেমনে দেখাই নূতন দিশে?
আজ ব্যথায় ব্যথায় জর্জরিত
শেষ হয়ে যাই আশীবিষে।
২০শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০৭/১২/২০২৩,
বৃহস্পতিবার বেলা ১২:৫০। ২২১২, ২০/০৩, ০৯/১২/২০২৩।