কাল গেছে বেলা নাই
কালবেলা সম্মুখে;
এই কালের কচুলি দেখে
হাসি নাই কারো মুখে।
সেই খলখল হাসি নাই
শুনি খরখর শব্দ;
খাওয়া-দাওয়া সব ভুলে
হলো সবাই জব্দ।
শুধু গল-গল ঘাম ঝরে
যেন গলিত লাভা;
গরল সবই উগ্রে দিল
আর বাঁচাবে কেবা?
ওই ঘরঘর শব্দ শুনি
গাড়ি না দেহ?
কে কারে নিয়ে যাবে
বুঝি বলে কেহ?
চল চল সময় নাই
ছলছল আঁখি;
ছলাৎ ছলাৎ শব্দ ওঠে
নাই সময় বাকী।
জ্বলজ্বল প্রদীপ জ্বলে
শেষ বারের মতো;
জালিত হয়ে তেল সলতে
যায় নিভে কত।
১৪ই আশ্বিন, ১৪৩১,
ইং ০১/১০/২০২৪,
মঙ্গলবার সকাল ৯:৫৩। ২৫১১, ২৩/১০,
০৩/১০/২০২৪।