অবোদ সুবোধ সব মিলেছে
দেখছি চারিদিকে;
ভালো মন্দের পার্থক্য নাই
সবই আজ ফিকে।
ঐ জ্ঞান গরিমার মূল্যবোধ
হারিয়ে গেল কোথা?
দিনের শেষে আঁধার ঘরে
লাগছে বুকে ব্যথা।
এমনি করেই মনুষ্য জাত
হবেই বুঝি শেষ;
বন্ধু তোমরা এগিয়ে এসো
মুছতে সেই রেশ।
মনুষ্যত্ব আর মানবতা বোধ
হারিয়ে ফেললে মানুষ;
পশুর দলে নাম লেখাবে
হয়েই যাবে বেহুশ।
থাকতে সময় জ্বালাও আলো
হৃদ চেতনার মাঝে;
দেখবে আঁধার কেটে যাবে
এসে সন্ধ্যা সাঁঝে।
১০ই শ্রাবন,১৪৩১,
ইং ২৬/০৭/২০২৪,
শুক্রবার সকাল ৮:৫৪। ২৪৪৩, ২২/৪৫
২৭/০৭/২০২৪।