কত বলতে ইচ্ছা করে
বলার ভাষা নাই
ভাবনা আমার হারিয়ে গেছে
আমি কি বলবো ভাই?
জ্ঞানীগুণী যাদের দেখি
তাঁদের দেখেই কষ্ট হয়;
মুখের গ্রাস কেড়ে নিয়ে
দেখো, শয়তানরা খায়।
কষ্ট করে জ্ঞান লাভের
ছিল কিসের প্রয়োজন?
নিজের চেতনা বিলিয়ে দিয়ে
বুঝি ধন্য হলো মন।
৭ই শ্রাবন, ১৪৩১,
ইং ২৩/০৭/২০২৪
মঙ্গলবার বেলা ১:৩৪। ২৪৪২, ২২/৪০,
২৬/০৭/২০২৪।