জ্ঞানীরা প্রতিবাদ না করে শোনে
আর আক্রমণ না করে বলে;
ওই চেতনার আলো ছড়িয়ে দিতে
জ্ঞানের শিখা এমনভাবেই জ্বলে।
জ্ঞানীরা ভাবে না কিছু আর
আনন্দ পায় ছড়িয়ে আলো
ওই দিক দিগন্তর।
এই মানুষ যদি মানুষ হতো
জগতে কোন দুঃখই থাকতো নাতো
শান্তির ঠাঁই এই জগৎ হতো।
২৩শে আশ্বিন, ১৪৩০,
ইং ১১/১০/২০২৩,
বুধবার সকাল৭:৪৬। ২১৫৫, ১৯/১৫০, ১২/১০/২০২৩।