বিবেকের দংশন হবে যে কখন
জানিনা এখনও ভাই;
যে কথা বলা ঐ গর্হিত ভাবি
শুনি যে আবার তাই।

হিন্দুর ছেলে মুসলিম মায়ের কোলে
মানুষ হলে পরে;
হবে কি পিতৃ পরিচয়হীন ভুঁইফোর
রামরাম না করে?
          বা
মুসলমানের ছেলে হিন্দু মায়ের কোলে
মানুষ হলে পরে;
হবে না বুঝি পরিচয় হীন ভুঁইফোর
রামরাম করে।

জন্মের পরে যে যেথায় থাকে
শেখে সেই সংস্কার;
জ্ঞানীগুণীরা সারা জীবন ধরে
তাহা করেছে আবিষ্কার।

বিবেকবোধের ওই চেতনার ফল
হয়েছে অতীতের সংস্কার;
তাই তো মানুষ সূর্যে হাত বাড়ায়
এযে এক নতুন অবতার।

জ্ঞানীগুনির ওই নাই জাতপাত
আঁধারে খোঁজে আলো;
ছোট্ট সময় আর  ছোট্ট জীবনে
মানুষের চায় ভালো।

আগুনের পরে ক্রমে ক্রমে ধরে
হাড়ি, অস্ত্রের আবিষ্কার;
লড়াই করে এই জীবনটাকে
শুধু বাঁচিয়ে রাখা দরকার।

জাত পাতে যারা নিম্ন শ্রেণীর
তাঁরা পাবে কি উঁচু স্থান?
ওই রামরাম বলে কীর্তন করে
দিলে পরে তাঁদের জান?

২০শে পৌষ,১৪৩০,
ইং ০৬/০১/২০২৪,
শনিবার দুপুর ১:২৫। ২২৪০, ২০/৫১, ০৭/০১/২০২৪।