জ্ঞানের সীমা অনেক দূর
মূল্য জ্ঞানীর কাছে;
জ্ঞান ভিক্ষা তাইতো চাই
দাঁড়িয়ে সবার পিছে;
জ্ঞান সমুদ্রের তীরে বসে
ফেলি অশ্রু জল;
নুড়ি পাথর নিয়ে খেলি
সমুদ্র করে টলমল।
জ্ঞানের সীমা নাইরে বন্ধু
আমি ক্ষুদ্র অভাজন;
বাঁচতে গেলে এই জগতে
জ্ঞানই সহায়-সম্বল ধন।
অনেক সাধনার ফল যে জ্ঞান
তুলনা তার নাই;
আঁধার ঘরে জ্বালায় আলো
তাই দেখতে পাই।
ওই জ্ঞানের প্রতি ভালবাসা
থাকলে মানুষের মন;
আসবে শান্তি বাঁচবে ধরা
লড়তে হবে রণ।
২৩শে বৈশাখ ১৪৩১,
ইং ০৬/০৫/২০২৪,
সোমবার রাত ৮:৩৬। ২৩৬১,২১/৪৬, ০৭/০৫/২০২৪।