কারা এসে মূর্তি ভাঙ্গালো
ওরা কাদের ছেলে?
জাতির পিতা বলবে নাকো
তোরা কি ছিলি জেলে?
দেখেছে লেখক, কবি, শিল্পী,
আর দেখেছে সুধীজন;
বুঝি পায়নি কষ্ট পায়নি দুঃখ
গলেনি তাঁদের মন।
তাঁরা যে সবাই সত্যের পথিক
সত্য তাঁদের প্রাণ;
মিথ্যার সাথে করলে দোস্তি
বাঁচবে কি সেই মান?
জন্মের পরে ধরায় আসা
মানুষ নামে খ্যাত;
বিবেক বুদ্ধি সব হারিয়ে
পাবে কি মনুষ্যত্ব?
মানুষ আমরা বলবো কেমনে
যদি পার্থক্য না বুঝি;
জ্ঞান গরিমার মূল্য কোথায়
কেমনে বুঝবে সূচী?
২৩শে শ্রাবন,১৪৩১,
ইং ০৮/০৮/২০২৪,
বৃহস্পতিবার দুপুর ১২:৩২। ২৪৫৬, ২২/৭৯,
০৯/০৮/২০০২৪।