জীবনের অর্থই জন্ম ও মৃত্যু
যায় না এড়ানো তাকে;
জন্মের পরে যেমন প্রয়োজন
প্রাণপ্রিয় ওই মাকে।

আদরে সোহাগে বড়টি করে
জীবন দাত্রী মা;
তারে ছাড়া হয় না সৃষ্টি
জীবন কি জানে না?

জীবন পথে চলতে চলতে
অভীষ্টে পৌঁছে যায়;
এসে হেথা থেমে যায় জীবন
ওই মৃত্যু যারে কয়।

২৮শে জৈষ্ঠ,১৪৩১,
ইং ১১/০৬/২০২৪,
মঙ্গলবার সকাল ৭:৫৫। ২৩৯৭, ২১/১২৪,
১২/০৬/২০২৪।