জীবনকে যে অনুভব করতে পারে
তারই হাতে এমন বীণা বাজে;
তাই তো ওই পথ ঘাট মাঠ প্রকৃতি
দেখি অপরূপ রূপে সাজে।

থাকে চেতনায় জাগ্রত কঠিন শর্ত
সবই অনুভবে পেতে চাই;
জীবনের ধারা কভু হবে না তো হারা
শুনি হেথা নাই আর নাই।

না পাওয়ার মাঝে সেই বেদনার রাজে
হাসি আনন্দে ঝংকারীত সুর;
চলিতে চলিতে পথে শ্রান্ত পথিক বটে
অনন্ত সে যে অনেক দূর।

৩১শে জৈষ্ঠ, ১৪৩১,
ইং ১৪/০৬/২০২৪,
শুক্রবার বেলা ১১:৪২।২৪০৩,২১/১৩৬
১৮/০৬/২০২৪।

প্রিয় কবি বন্ধু সিরাজুল হক ভূঁইয়া কে উৎসর্গ করলাম আমার এই কবিতা।