জীবন চলে জীবনকে ধরে
আমরা জীবন খুঁজি;
জীবন যে শুধুই ভালোবাসা
আমরা তা কি বুঝি?
        
কখন জীবন শুরু হলো
কখন হবে শেষ?
দ্বিধা দ্বন্দে আমরা চলি
তবু আছি বেশ।

প্রশ্ন জমাই নিজের মনে
উত্তর কোথা পাই?
পাগল পাগল মনটা নিয়ে
কোথায় বলো যাই?

ওই অন্ধকারে হাতরে মরি
কোথায় পাবো দিশা?
আলোর খোঁজে আঁধার ঘরে
কেমনে কাটবে নিশা?

নিশা কাটবে নিশীথেই ওই
চেতন এলে পরে;
বিবেক বোধ এক হয়ে যায়
জ্ঞানের আলোর জোরে।

২৬ শে কার্তিক, ১৪২৯,
ইং ১৩/১১/২০২২,
রবিবার সকাল ১০:৪৩।২১৮৮, ১৬/১৩৫, ১৪/১১/২০২৩।