জীবন সত্য পরম তীর্থ
মিথ্যা তো কিছু নয়;
সাদা-কালোর বিভেদ এনে
সব হলো নয় ছয়।
আগুনের কাছে শান্তির জল
কি হবে বন্ধু বলো?
মহাস্ফালন ওই ব্যক্তি স্বার্থে
জনতার চক্ষু ছলোছলো।
হিংসা বিভেদ নয় সফেদ
কালোর চিহ্ন সব;
কৃষ্ণ কালো, কালী কালো,
তাতেই উঠছে কলরব।
চেতনার আলো উজ্জ্বল হলে
আঁধার যাবে দূরে;
ওই মানবতার সেই মনুষ্যত্ব
দাঁড়াবে আবার ঘুরে।
১৫ই পৌষ,১৪৩০,
ইং ০১/০১/২০২৪,
সোমবার বেলা ১১:৫১। ২২৩৫, ২০/৪০, ০২/০১/২০২৪।