প্রভাতে প্রভাতে আলোতে আলোতে
উজ্জ্বল এক দিন;
আর অস্ত বেলাতে সকল আলো
হয়েই যাবে ক্ষীণ।

যাওয়া আসার এমন খেলায়
যায় কেটে যায় বেলা;
মিলিয়ে যায় সকল আলো
এটাই জীবনের চলা।

আলোয় আলোয় আলোর খেলা
গহীন গাঙ্গের মাঝে;
যায় আলো যায় মিলিয়ে ভাই
লাগে না আর কাজে।

যত সময় থাকবে জীবন
তত সময় আশ;
মিলিয়ে গেলে আলোর রশ্মি
বন্ধ হবে শ্বাস।

আলোই জীবন, জীবনই আলো
মুক্ত আকাশ তলে;
চক্ষু বুঝলেই দেখতে পাবে
কি আছে ওই ভালে।।

৭ই শ্রাবন, ১৪৩১,
ইং ২৩/০৭/২০২৪,
মঙ্গলবার দুপুর ১২:৪৫। ২৫৪০, ২২/৩৯
২৪/০৭/২০২৪।