মানুষই সংকট তৈরি করে,
মানুষই খোঁজে সমাধান।
প্রেম-ভালোবাসার খেলাঘরে,
মানুষেরই মহান দান।

মানুষের সৃষ্টি মানুষকে কাঁদায়,
হাসাতে পারে না তত।
অজস্র চাহিদার ভারে জর্জরিত,
মেটে না  পেলেও শত।

সময়ের সাথে চাহিদা বাড়ে,
বদলায় জীবনের রূপ।
শৈশবের খেলা যৌবনে বিলীন,
জ্বালায় নানান ধূপ।

যৌবন পেরিয়ে বৃদ্ধ বয়সে,
জীবন খোঁজে মানে।
চাওয়ার কথা ভাবতে গিয়ে,
ফেরে পুরাতন তানে।

২৩শে অগ্রাহায়ন, ১৪৩১
ইং ০৯/১২/২০২৪,
সোমবার রাত ৬:২০।২৫৮০, ২৩/১৮৫,
১০/১২/২০২৪।