জন্ম মৃত্যুর মাঝের পথ
জীবন বলে জানি;
জীবন দর্শন বুঝতে গেলে
রূপ সাধনই মানি।

কেউ সাজে রাজার বেশে
কেউবা ভিখারী;
সেই অভিষ্টটা সবারই এক
সিন্ধুনদের তরী।

শৈশব কৈশোর যৌবন গেল
শুধুই হেলাফেলায়;
কালের গতির এ কোন মতি
বৃদ্ধ বয়সে ভাবায়।

সময় কালে হয় না কিছু
শুধুই দ্বন্দ্ব চলে;
ভালোর কথা ভাবতে গিয়ে
ডুবি হলাহলে।

কোনটা ভালো? কোনটা মন্দ
কোনটা শ্রেষ্ঠতর;
একটা পেলে ওই অপরটাকে
কেন শ্রেষ্ঠতম ধর?

তৃপ্তির শেষ নাই যে হেথা
শুধুই বেড়ে চলে;
আজ যে সে কাল হয়ে যায়
কোন সাধনার ফলে?

অরূপ রূপের কত বাহার
এই অনন্তে মেলে;
একটার পর একটা আসে
যাই পায়ে দলে।

আমরা সন্তুষ্ট কি হতে পারি
একটা পেলে পরে?
কত অপ্রয়োজনীয় সাজিয়ে রাখি
চেয়ে দেখো ঘরে।

অনন্তের যেমন শেষ নাই
মনের চাহিদাটাও তাই;
কোনটা ছেড়ে কোনটা ধরবো
এবার ভাবতো সবাই।

২১শে আশ্বিন, ১৪৩১,
ইং ০৮/১০/২০২৪,
মঙ্গলবার সকাল ৯:৩৫। ২৫১৭, ২৩/২৪,
০৯/১০/২০২৪।