জীবন ছোট্ট সময় অনন্ত
তুলনা কেমনে করি?
কত কি যে হবে? কত কি যে রবে
কাহারে রাখিব ধরি?

যতদিন সৃষ্টি রইবে জগতে
ভাবিবে মানুষ তারে;
প্রজন্মের পর প্রজন্ম যাবে
রইবে সৃষ্টির ঘোরে।

লয় প্রলয় কখন ঘটিবে
নাই লেখা দিনক্ষণ;
আমরা আছি বাস্তব এটা
ভাবুক মানুষজন।

৩রা শ্রাবন,১৪৩১,
ইং ১৯/০৭/২০২৪,
শুক্রবার সকাল ৯:১৭। ২৪৩৬, ২২/২৮
২০/০৭/২০২৪।