আমি ঘুরিয়া বেড়াই নিজের মনেতে,
আপনারে লয়ে থাকি;
কঠিন জীবন আর তার সেই পথ,
বুঝিতে এখনও বাকী।
শুরু করেছিনু সেই কৈশোর থেকে,
শৈশব পেরিয়ে এসে;
যৌবনে রোজগার আর ঘর সংসার,
ভাবি বৃদ্ধকালেতে বসে।
জীবন আবর্তে মনে হয় এসে,
যদি ভাবিতাম আগেভাগে;
হয়তো সুর বাধিতে পারিতাম,
মধুর বসন্ত ভৈরবী রাগে।
জড়া এসে ক্রমে ভর করিবে,
সোনার অঙ্গেতে মোর;
শিথিল হইবে ভাবনার গতি,
কোথা পাব আর জোর?
সময়ের কাজ সময়ে করিনি,
বুঝিনি মরমের কথা;
দিনের শেষে শুধুই হাহাকার,
পরাণে বাজিছে ব্যথা।
৭ই অগ্রহায়ন,১৪২৩,
ইং ২৩/১১/২০১৬,
সময় বেলা ১টা। ২১৯৯, ২/৫৬, ২৬/১১/২০২৩।