হাটের খেলা হাটের বলা,
হাটের মাঝে জীবন মেলা,
বেচা কেনা চলে;
কেবা দেখে? কেবা কেনে?
রূপের সাজে কেবা সাজে,
এই না ধরাতলে?

সুন্দর মন হাট রূপসী,
জীবন মেলার হাটে;
দুঃখ-সুখের জীবনটা এই,
এমনি করেই কাটে।

ফেলে গেলে আমায় ওরে,
এ কোন নদীর তীরে;
পারের কড়ি নাইরে হাতে,
কে পার করবে মোরে?

২৭শে পৌষ, ১৪২৪,
ইং ১২/০১/১৮,
শুক্রবার রাত ১১টা।    
  
আমার কবিতা "জীবন হাটের মেলা কবি বন্ধু কবীর হুমায়ূন সাহেবকে উৎসর্গ করলাম।