ওই জেদ, বিচার বুদ্ধিহীন
নির্মমতায় কাটে তার দিন।
আর আত্মসম্মান আত্মশক্তি
বুঝি কর্মক্ষেত্রে আনে ভক্তি।
শুনি প্রাণে আত্মার উক্তি
যাহা দেয় চলার শক্তি।
বিবেক বুদ্ধি তাকেই বলি
জ্ঞানের খোঁজে তাইতো চলি।
যারা চলে সেই পথে
মানুষ তারা জ্ঞানের মতে।
অমানুষ ও দেখতে পাই
যাদের বিচারবুদ্ধি কিছু নাই।
অশুভ বলে খ্যাত যারা
শক্তি মত্তায় নির্ভর তারা।
সমাজ ভোগে তাদের ফলে
জ্ঞানীদের কথা যায় জলে।
জেদ আর আত্মিক শক্তি
দুই মেরুর দুই উক্তি
ভালো-মন্দ, সত্য মিথ্যা,
জীবন পথে নয় যে বৃথা।
জেদে আত্মতৃপ্তি ভীষণ কম
কিন্তু আত্মসম্মানে থাকে দম।
জগতে যে যেমন কর্ম করে
ফলটা আসে তাহাই ধরে।
১লা কার্তিক, ১৪৩১,
ইং ১৮/১০/২০২৪,
শুক্রবার দুপুর ১১:৩৩। ২৫২৭, ২৩/৪৭,
১৯/১০/২০২৪।