বসন্তের বাসন্তী রঙে
হৃদয়ের নিপবনে
রঙে রাঙিয়ে দিয়ে
খেলো সবে হোলি।
আনন্দে জেগে ওঠো
ভরুক লহরি কন্ঠ
রঙে রঙে রঙিন হোক মন।
সবারে নিয়ে বুকে
বাহু তুলে বলো মুখে
জয় হরিবোল।
চৈতন্যের চেতন এনে
চেতনা সবাইকে দেনে
মনুষ্যত্বে জেগে উঠুক মন।
ধন্য হবে মানব জাতি
আমরা যে সবাই জ্ঞাতি
এই যে সেই বিবেকেরই দান।
জাতিবিদ্বেষ মানেনি যে
মহাপ্রভু গৌরাঙ্গ সে
অত্যাচারে নীলাচলে হয়েছে বিলীন।
আর যেন নাহি হয়
মানুষের হউক জয়
শোধিতে পারি যেন গৌরাঙ্গের ঋণ।
চৈতন্য চৈতন্য বলে
ডাক সবাই বাহু তুলে
ফিরে আসুক সাম্যের দিন।
শান্তিতে রবো সবাই
আমরা যে ভাই ভাই
বিভেদ হেথা কোথাও যে নাই।
যেন পেয়ে সেই গুণ
নিভিয়ে হিংসার আগুন
মানুষ রূপে ধরায় নিতে পারি ঠাঁই।
জয় শ্রীচৈতন্য
বল সবাই চৈতন্য
এছাড়া উপায় তো নাই।
১০ই চৈত্র ১৪৩০,
ইং ২৪/০৩/২০২৪,
রবিবার বেলা ১:১৬। ২৩১৮, ২০/১৬৭, ২৫/০৩/২০২৪।