ক্ষমার অযোগ্য অপরাধ
এরা বাংলাকে ভালোবাসে না
সৃষ্টির নামে অনাসৃষ্টি
মানুষের আবেগের কথা ভাবেনা।
স্বাধীনতার যুদ্ধ বুঝে না ওরা
কত রক্তের বিনিময়ে দেশ;
লাখ মুক্তিযোদ্ধার কাজ করেছে নজরুল
ওই কবিতাই তার রেশ।
সঠিক প্রতিবাদ মানুষ হিসেবে
রেখেছো জাতীয় কবির মান;
কি করে বুঝবে নরাধম ওরা
কবি নজরুলের সেই দান।
মানুষ হওয়ার শর্ত অনেক
মনের মানবিক বোধ তাহা;
সাধনার ধন চেতনার আলো
ওই মহামানবরা পেয়েছে যাহা।
নজরুলের বুকে যারা ছুরি চালালো
কেউ করোনা ক্ষমা তাদের;
ওই জাতির পিতার খুনিদের মতো
জেনো শত্রু ওরা মোদের।
২৪ শে কার্তিক,১৪৩০,
ইং ১১/১১/২০২৩,
শনিবার সকাল ১০:৫২। ২১৮৫, ১৯/২৩২, ১২/১১/২০২৩।