কালকে ও যে বেঁচে ছিল
আজকে তাঁর অস্তিত্ব নাই
বলতে পারো বন্ধু তোমরা
কোথায় মেলে তাঁদের ঠাঁই।
চলে ধর্ম নিয়ে মারামারি
জাত বেজাতের হইচই;
মন্দির মসজিদ গির্জা নিয়ে
আমরা সবাই মেতে রই।
কোন কালে কে ভেঙেছে গির্জা
কোন কালে কোন মন্দির?
কে বানালো কোন উপাসনালয়
কোথায় সার্থক হলো সন্ধির?
ঈশ্বরের নামে ব্যবসা চলে
আর চলে হিংসা-বিদ্বেষ;
যুগের পরে যুগ চলে যায়
রেখে যায় মানুষ তার রেশ।
পায়নি আজও ঈশ্বরের দেখা
ঢপের কীর্তন করে যাই;
মন্দির মসজিদ গির্জায় দেখো
চলছে উল্লাস আর হইচই।
একজন মারে আরেকজনকে
নিরপরাধ ধর্মের জন্য বলি হয়;
এই যদি হয় চেতনা সবার
এই মানুষ বলো কোথায় যায়?
কোন চেতনায় ঈশ্বর মিলবে
আর কোন চেতনায় শান্তি?
কেমনে মানুষ কাটিয়ে উঠবে
ওই হিংসা বিদ্বেষের ভ্রান্তি।
যুগের পরে যুগ চলে যায়
হিংসায় মানুষের রক্ত বইছে;
কেমনে বলো পরিবর্তন হবে
ঐ ধর্মের সকল খোল নইচে?
২৩শে মাঘ, ১৪৩০,
ইং ০৭/০২/২০২৪,
বুধবার সকাল ৯:১৭। ২২৭২, ২০/১০৩ , ০৮/০২/২০২৪
আমার বড় জামাইবাবু প্রয়াত অর্জুন বালাকে উৎসর্গ করলাম যিনি গতকাল ০৬/০২/২০২৪ না ফেরার দেশে চলে গেলেন।