ইংরেজ ঔপনিবেশিকতার সাথে লড়াই করে
করেছিলে ভারতবর্ষ স্বাধীন;
ধর্মীয় ঔ উপনিবেশিকতার সাথে লড়াই করে
কে আনবে সেই সুদিন?
এসো ফিরে তুমি আর বার ওহে মহান
জোগাও শক্তি তুমি;
আমরা আবার তোমার পরশে ধন্য হব
হবে ধন্য ভারত ভূমি।
ওই জাতিবিদ্বেষ আর সংকীর্ণতায়
নেমেছে আঁধার হেথা;
তোমার স্বপ্ন এবং সেই সাম্যের আদর্শ
না হয় যেন বৃথা।
উঠুক জাগিয়া তোমার আদর্শ লইয়া
এই ভারতবর্ষের জনগণ;
পরিত্যাগ করে ওই জাতি ধর্ম বিদ্বেষ
সবাই হোক আপনজন।
তোমার জন্মদিনে জানাই লাল সালাম
ওহে সর্বস্বত্যাগী বীর;
আশিস দানিয়া আমাদের মুক্ত কর যেন-
হতে পারি অভীষ্টে ধীরস্থির।
শুভেচ্ছা জানাই আপামর ভারতবাসীকে।
৮ই মাঘ, ১৪৩০,
ইং ২৩/০১/২০২৪,
মঙ্গলবার বেলা ১২:৫০। ২২৫৭, ২০/৭৯, ২৪/০১/২০২৪।