ওই অন্যায় যাদের মজ্জাগত
তাদের ন্যায়ের ভাবনা নাই;
ন্যায়টা তাদের শত্রু জেনো
তাই ওই অশান্তিটাই চাই।
ওদের অশান্তিটা মনের খোরাক
সেই ভিক্ষাবৃত্তির মত;
কয়লার কালি যায় না বন্ধু
করলেও ধৌতো শত।
লাখো লাখো প্রাণের বিনিময়ে
পেলাম স্বাধীনতা;
আজ ভুলেই গেল অকৃতজ্ঞরা
কারা ওদের মুক্তিদাতা?
মুক্তিযোদ্ধারা ছিল যুদ্ধক্ষেত্রে
আর ওরা ছিল ঘরে;
চর্ব্য চোষ্য লেহ্য পেয়, আসত
শুধুই দালালি করে।
দেখি স্বাধীনতার সকল ফসল
ওরাই ভোগ করে;
সুযোগ পেলেই রাজাকাররা
নিজেদের পাকিস্তানি বলে।
দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল
শুনেছি অনেক ভালো;
কঠোর হাতে করতে শাসন
শাসক কি ভাই এলো?
সকল ধর্মমতের ঊর্ধ্বে উঠে
ভাবতে হবে সবার;
হারিয়ে গেলে একবার সুযোগ
ফেরে না আর বার।
দেশের শত্রু জনগণের শত্রু
শত্রু জন্মভূমির;
ধ্বংস তাদের না করতে পারলে
আসবে নেমে তিমির।
দেশের শাসক দুর্বল হলে
রক্ষা থাকবে না;
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে
আর চলা যাবে না।
এই জন্মভূমি স্বর্গের সমান
জন্মদাত্রীর মত;
তাঁর সম্মান রাখতে বজায়
থাকো সদা জাগ্রত।
৮ই শ্রাবন, ১৪৩১,
ইং ২৪/০৭/২০২৪,
বুধবার সকাল ৯:২৬। ২৪৪১, ২২/৪২
২৫/০৭/২০২৪।