আমি বাংলার ঘরে জন্ম লয়ে
দেখেছি বাংলার রূপ;
ভালবাসা দিয়ে বেঁধে রেখেছে
সন্তানের যত সুখ।
সুখ দুঃখে, হাসি কান্না্
হৃদয়ে হৃদয়ে মিশে;
দক্ষিণা হাওয়ায় পালতুলে যায়
প্রাণের আবেগে ভেসে।
থৈ থৈ জল করে টলমল
পাবেনা কোথাও তুমি;
সবুজ ঘেরা বাংলার এ ঘর
নয়ন ভুলানো ভূমি।
এই বাংলার হয় না তুলনা
ধরায় পাবে না;
সে যে আমার জন্মভূমি
এই গর্ভধারিণী মা।
২৬শে পৌষ, ১৪২২,
ইং ১২/০১/২০১৬,
মঙ্গলবার সকাল ৬:৪৭। ২১৩৭, ১/১৪৫, ২৪/০৯/২০২৩।