কুঁড়ি থেকে ফুল, ফুল থেকে ফল,
সবুজ পরিপূর্ণ হয় পেকে;
সেই মুক্তির গান পেয়ে যায় প্রাণ
জন্মের পরে মৃত্যুতে এসে।
কারে বলি জীবন? দেহের মূলধন
ক্ষনিকের মাঝে যায় উড়ে;
কাঁদিয়ে কাঁদায় বুকফাটা বেদনায়
তবু আসে না আর ঘুরে।
মোহমায়া দিয়ে ওই আবেগের হিয়ে
পায় শত প্রেমের উপকরণ;
গেঁথে গেঁথে মালা পড়েও যে জ্বালা
তবু পারেনা করিতে বারণ।
সুখ দুঃখ হাসি ও যে বড় ভালোবাসি
অন্ধ বন্ধ করে আঁখি;
হৃদয়ের বাঁধনে ওঠে জেগে কাঁদনে
সারা জীবন বুকে রাখি।
তবু চলে যায় সবারে ভাসায়ে ব্যথায়,
একাকিত্বে আপনজনেরে ফেলি;
উথাল পাথাল ওই করে অন্তর মাতাল
বুকেতে জড়ায় রেখে চেলি।
ঘনশ্বাস বয় বলো -কে নেবে তার দায়?
হয় অশ্রুতে মাখামাখি;
অনন্তের পানে ভাবে তাকায়ে তাকায়ে
ঐ উড়ে যায় বুঝি পাখি।
২০ শে কার্তিক,১৪৩০,
ইং ০৭/১১/২০২৩,
মঙ্গলবার সকাল ১০:৩৪। ২১৮২, ১৯/২২৬, ০৯/১১/২০২৩।