জন্ম মৃত্যু আঁধার ঘেরা
জানতে চায় না কেউ;
কেন এলাম কেন যাব
সন্ধ্যায় লাগে এসে ঢেউ।

সামাল দেওয়া বড় কঠিন
ওই চেতন হারা সবাই;
এই কথাগুলো বলেই যাবো
যদি কোথাও উত্তর পাই।

১৮ই শ্রাবন,১৪৩১,
ইং ০৩/০৮/২০২৪,
শনিবার সন্ধ্যা ৭:০১। ২৪৫৫, ২২/৭০
৭/০৮/২০২৪।