দুই বাংলার মিলন উৎসবে আজ বারে বারে মনে পড়ে আপা কবি মেহেরুন্নেসার কথা। যিনি বাংলার স্বাধীনতায় প্রথম কবি শহীদ হয়েছিলেন। জন্মেছিলেন পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুরে। পিতার হাত ধরে সেই ছোট্ট সময় ঢাকায় পাড়ি দিয়েছিলেন। মাত্র ২১ বছর বয়সে বর্বর পাকিস্তানি হানাদার এর দালালদের হাতে খুন হয়েছিলেন।দেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে ২৩শে মার্চ, ১৯৭১ ,বাংলা অ্যাক্যা ডেমীতে ছিল পূর্ববঙ্গের কবিদের বিদ্রোহী কবিতার আলোচনা সভা। সেই সভায় উপস্থিত ছিলেন সেই সময়ের খ্যাতিমান শ্রোদ্ধেয় কবিরা। ঐ সভায় আপা কবি মেহেরুননেসা স্বরচিত কবিতা "জনতা জেগেছে" কবিতা পাঠ করেছিলেন। সভা শেষে বাডী ফিরে তিন ভাই-বোন মিলে জয় বাংলার পতাকা তুলেছিলেন। এই ছিল তাঁদের অপরাধ। ঢাকার মিরপুর ৬ নম্বর সেকশনের ডি ব্লক, ১২নং রোডের ৮নং বাড়ি। ২৩শে মার্চ, ১৯৭১ সালে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে মিরপুরের কুখ্যাত কাদের মোল্লা আর তার বিহারী অনুচর হাসিব হাশমি, আব্বাস চেয়ারম্যান, আখতার গুন্ডা, নেহাল গুন্ডা আর কিছু অমানুষ সহযোগী দরজা ভেঙ্গে ঘরে ঢোকে আপা কবি মেহেরুননেসা কোরানশরিফ বুকে চেপে ধরে বলেছিলেন যদি তোমাদের মতে অন্যায় করে থাকি তা আমি করেছি, আমার ছোট ভাইদের ছেড়ে দাও। না পশুরা সেই আবেদনে সাড়া না দিয়ে ভাই রফিকুল ইসলাম(বাবলু)আর শহিদুল ইসলাম(টুটুল) এর দেহ থেকে মাথা বিছিন্ন করে ফুটবল খেলে। মা ছেলেদের মৃত্যু দেখে জ্ঞান হারায়। সেই অবস্থায় মাকে
টুকরো টুকরো করে। তারপর আপাকে ধর্ষনের পর দেহ থেকে মাথা বিছিন্ন
করে সিলিং ফ্যানের সাথে চুল দিয়ে বেঁধে ফ্যান চালিয়ে আপার পবিত্র রক্ত
ঘরময় ছিটায়। কবি ক্যানসারে পিতাকে হারিয়ে ছিলেন আগেই।
শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রথম কবি শহীদ মেহেরুননেসা সহ মুক্তযুদ্ধে শহীদ সমস্ত বীর শহীদের। জয় বাংলা।
জনতা জেগেছে
-কবি মেহেরুননেসা
(জন্ম ২০শে আগষ্ট, ১৯৫০, কোলকাতা, খিদিরপুর,
মৃত্যু ২৩শে মার্চ ১৯৭১ মিরপুর, ঢাকা।)
মুক্তি শপথে দীপ্ত আমরা দুরান্ত দুর্বার,
সাত কোটি বীরজনতা জেগেছে, এ জয় বাংলার।
পাহাড়, সাগর, নদী, প্রান্তরজুড়ে,
আমরা জেগেছি, নবচেতনার ন্যায্য নবাঙ্কুরে,
বাঁচবার আর বাঁচাবার দাবী দীপ্ত শপথে জ্বলি,
আমরা দিয়েছি সব ভীরুতাকে পূর্ণ জলাঞ্জলি।
কায়েমি স্বার্থবাদী চেতনায় আমরা দিয়েছি নাড়া,
জয় বাংলার সাত কোটি বীর মুক্তি সড়কে খাড়া।
গণতন্ত্রের দীপ্ত শপথ কন্ঠে কন্ঠে সাধা,
আমরা ভেঙ্গেছি জয় বাংলার যত বিজয়ের বাঁধা।
কায়েমি স্বার্থবাদী হে মহল কান পেতে শুধু শোনো,
সাত কোটি জয় বাংলার বীর ভয় করিনা কোন।
বেয়নেট আর বুলেটের ঝড় ঠেলে-
চিরবিজয়ের পতাকা দেব সপ্ত আকাশে মেলে।
আনো দেখি আনো সাতকোটি এই দাবীর মৃত্যু তুমি,
চির বিজয়ের অটল শপথ এ জয় বাংলা ভূমি।
(