ভালো থাকার শর্ত থাকে শাসক প্রশাসকের হাতে;
তারা কেমন করে দেশ চালাবে মন্ত্রণা করে গভীর রাতে।
গোপন তাদের সবকিছু চালচলন যাহা;
ব্যক্তি স্বার্থেই ওরা নিয়োজিত কেমন জনপ্রতিনিধি আহা!!
হাসতে মানা কাঁদতে মানা জনগণকে তাই;
বিধাতার উপর ছেড়ে দিয়ে আমরা সুখ ভোগ করতে চাই।
বিশ্বব্যাপী এদের দাপট ধণতন্ত্রের ফল;
কখন কোথায় আক্রমণ হবে এটাই ওদের শাসন ক্ষমতার কল।
ব্যক্তি স্বার্থ বন্ধুর স্বার্থ এদের কাছে বড়;
জনগণ যে মাটির পুতুল ওদের কথা ছাড়ো।
বাড়ি, গাড়ি, ট্যাক্স ফাকি, এটাই ওদের কাজ;
ভালো করে বুঝতে হবে গণতন্ত্রের কেমন সুন্দর রাজ ।
যুদ্ধ যুদ্ধ খেলা চলে জোট বদ্ধ ভাবে;
কে যে কার পক্ষ নেবে আমরা মরি ভেবে।
ওদের স্বার্থ ওদের কাছে জনগণ দূর ছার;
এরাই নাকি জনপ্রতিনিধ কাত করে ঘাড়।
১৬ই কার্তিক,১৪৩০,
ইং ০৩/১১/২০২৩,
শুক্রবার সকাল ৮:৪৫। ২১৭৭, ২৯/২১৫, ০৪/১১/২০২৩।