দেশের ভাবনা উড়িয়ে দিয়ে ধর্ম নিয়ে মরি
সেই দেশেতে বলতে পারো কিসের আশা করি?
ধর্মীয় মতবাদ আর শাসন এক হয়ে গেছে
এমন দেশ সত্যিই বলো আর কি কভু বাঁচে?
চাকরি চুরি, বিদ্যা চুরি, শাসক চোরের থৌল্লদদার
অশিক্ষিত ছাড়া দেশের কে নেবে আর ভার?
রঙ্গ রসে চলছে দেশ জ্ঞানীরা দাঁড়িয়ে দূরে
কেমনে শান্তি আসবে দেশে ওদের হাত ঘুরে?
সময় থাকতে দেশের মানুষ সজাগ যদি না হয়
ধ্বংস তবে অনিবার্য ওই জ্ঞান চেতনা তাই কয়।
মানুষ হয়ে মানুষের কথা মানুষ যদি না ভাবে
মানুষের মঙ্গল এই জগতে ফিরবে কেমনে তবে?
ইং ২৭/১১/২০২৩,
সোমবার সকাল ৮:২৩। ২২০৩, ১৯/২৫৪, ৩০/১১/২০২৩