থাকে প্রেম নীরবে অন্তরে
দেয় সাড়া সে বারে বারে
ফুলের গন্ধ ছড়ায় যেমন
জাগ্রত প্রেম জগতে তেমন।
মায়ের প্রেম সন্তানকে ঘিরে
বিপদ থেকে রাখে তাঁরে দূরে।
কামনার প্রেম সৃষ্টিতে রত
কবির কবিতা ঠিক তার মত।
হয় মননে হৃদয় অন্তঃসত্ত্বা
সৃষ্টির ধারা নয়তো মিথ্যা।
প্রেমের বাঁধনে প্রেমিকা বাঁধে
প্রেমিক সাধনে তাই সাধে।
দূরে থেকেও কাছে থাকে তাঁরা
গভীর প্রেমে হয় আত্মহারা।
আগুনের তাপে জলের প্রয়োজন
তাইতো প্রেমিকের আত্ম নিবেদন।
দিন রাত জেগে কবি তাই লেখে
আপন ভাবনা ওই হৃদয়ে মেখে।
প্রেমের কাহন হয় না পূরণ
আত্মায় আত্মায় মিলনের ধরন।
প্রেমে যদি হয় বিবশ মন
তবেই জাগ্রত চেতনার ধন।
সৃষ্টির বেদনা উন্মাদ রশনা
নৃত্যের তালে বেআব্রু বসনা।
কবির কবিতা কাঞ্চন ফুল
সৃষ্টির বেদনায় প্রিয়ার দুল।
ঝলমল করে পাঠকের কাছে
প্রাণের ছোঁয়া তাতে লেগে আছে।
হায়রে প্রেম যাবি তুই কোথা?
লেগে থাকে মনে সৃষ্টির ব্যথা।
প্রেম আর সৃষ্টি একসাথে করে
আসুক সবার হৃদয়ের দোরে।
থাকিবে না ব্যথা রক্তক্ষরণে
চরণে চরণে হৃদয় জাগরণে।
আনন্দে জাগিবে কালবৈশাখী
নাচিবে আনন্দে মননের সাকি।
৩০ শে ভাদ্র, ১৪৩০,
ইং ১৭/০৯/২০২৩,
রবিবার সন্ধ্যা ৬:১১। ২১৩২, ১৯/৭৪, ১৮/০৯/২০২৩।