বেগম রোকেয়ার জন্ম-মৃত্যু দিনে
নারী সমাজ জড়াক তাঁহার ঋণে।
আঁধার ঠেলে জাগো মায়ের জাত
পেরিয়ে এসে নানান ঘাত প্রতিঘাত।
অল্প সংখ্যক কিছু নারীর জন্য
নারী জাতি হবে কেন ঘৃণ্য?
মায়ের জাত রাখো তোমাদের মান
প্রিয় সন্তানদের করোণা অপমান।
তোমাদের প্রতিবাদী হতেই হবে
তাহলেই সসম্মানে বাঁচবে তবে।
দেখো চেয়ে সমাজের চারিদিকে
অর্থের লোভে নারী চরিত্র হচ্ছে ফিকে।
আপন দেহ নগ্ন করে
কর্পোরেটদের প্রচার করে।
লজ্জা পায় সন্তানরা তাঁর
নগ্নরূপে মাকে দেখা ভার।
২২শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০৯/১২/২০২৩,
শনিবার বেলা ১২:১৪। ২২১৯, ২০/০৯, ১৬/১২/২০২৩।
৯ই ডিসেম্বর( ১৮৮০-১৯৩২) বেগম রোকেয়ার জন্ম মৃত্যু দিন।