ওই নদীর স্রোত বয়
সম্মুখ পানে;
বুঝি অভিষ্ঠ শুধুই তার
মহাসমুদ্র মিলনে।
জীবন তাই ছুটে চলে
অনন্তের সন্ধানে;
বুঝতে পারি না তাই
যা অন্তর জানে।
পার্থিব মোহ মায়া সবই
ক্ষণিকের বানে
আর প্রভাতের রবি ছুটে
অস্তের টানে।
জাগো মন ওঠো এবার
বুঝে নাও সব;
শুনিতে পাও কি দূরে
সেই কলরব?
৩রা ফাল্গুন, ১৪৩১,
ইং ১৫/০২/২০২৫
শনিবার সকাল ৯:০৮। ২৬৪৮,
২৪/১৫৮, ১৭/০২/২০২৫