কলা যে খেয়েছে পূজার
প্রমাণ সে দিল;
ওই প্রতিষ্ঠানের প্রধান হয়ে
লুকাতে যে হলো।

কেন বলো ওই লুকোচুরি
কি আছে পশ্চাতে?
আর রক্ষাদাত্রী রক্ষা করে
সেই মধু নিতে।

অর্থরূপী মধু পেলেই
অন্যায় ন্যায় হয়;
পরের ঘাড়ে দোষ চাপিয়ে
নেত্রী হওয়া যায়?

আসছে সময় আর দূরে নয়
হিসাব দিতে হবে;
একটা রাত্র দেখিয়ে দিলো
পালিয়ে কোথা যাবে?

জাগছে জনতা আনতে সমতা
অন্যায় করে দূর;
লোহার গরাদ তৈরি এবার
উঠছে সেই সুর।

৩১শে শ্রাবন, ১৪৩১,
ইং ১৬/০৮/২০২৪,
শুক্রবার বিকেল ৩:১৪। ২৪৬৪, ২২/১০৩,
১৭/০৮/২০২৪।