দেখি নাই তাঁরে বুঝি নাই যারে
তারেই ঈশ্বর বলি;
ভালো মন্দের থাকেনা দায়।
সেই ভাবনায় চলি।
ঝেড়ে ফেলতে নিজের অপরাধ
হয় ঈশ্বরের প্রয়োজন;
ব্যক্তি স্বার্থে আর ওই পরমার্থে
মন্দির মসজিদের আয়োজন।
মৃত্যু ভয়ে আসে ঈশ্বর বিশ্বাস
অজানা সেই খেলা;
এমনি করেই সেই আদি থেকে
যাচ্ছে কেটে বেলা।
যারে লাগে না কোন কাজেই
তাকে মাথায় করে রাখি;
এমনি করেই কি চলবে মানুষ
আর ঈশ্বর দেবে ফাঁকি?
কোন বিপদে লাগে ঈশ্বর
সে কি মানুষের পাশে দাঁড়ায়?
মানুষ-ই শুধু বারে বারে
ওই ঈশ্বরের প্রতি হাত বাড়ায়।
১৪ ই আশ্বিন, ১৪৩০,
ইং ০২/১০/২০২৩,
সোমবার সকাল ৯:৩৫। ২১৪৬, ১৯/১২২, ০৩/১০/২০২৩।