ঈশ্বর যদি মানুষ হতো
থাকত না আর দুঃখ তত;
বাবার নামে পুজো দিতে
যেত না প্রাণ হয়তো এত।
কোথায় হরি কোথায় আল্লাহ
দেখি শুধু জেদের পাল্লা;
হিংসা দ্বেষে নাও ভাসিয়ে
মরচে শুধু নির্দোষ মাল্লা।
দাদা, দিদি ভাবো একবার
মানব জীবন মিলবে না আর;
মিথ্যায় মিথ্যায় জীবন গেলে
কেমনে অথৈসিন্দু হবে পার?
দালালের কথা শুনোনা আর
বুঝতে হবে হৃদয় তোমার।
খুঁজে পাবে সঠিক দিশা
আঁধার সরে কাটবে নিশা।
১৩ ই আষাঢ়, ১৪২৯,
ইং ১৩/০৭/২০২২
বুধবার সকাল ১০:৪৩। ২৩৪৩, ১৫/২১৮,৬ই বৈশাখ, ১৪৩১, ১৯/০৪/২০২৪।