ঈশ্বর বিশ্বাস যখন ক্লান্ত হবে
থাকবে না আর ধর্মের ভয়;
জেনো খিদা ওই খাবারেই মেটে
গীতা বাইবেল কোরআনে নয়।
ধর্মের অর্থ আমরা বুঝলাম কই
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মতবাদ;
দেখি তাই নিয়েই আজ হিংসা-বিদ্বেষ
ফলে ওই পশুরা পায় রক্তের স্বাদ।
চারিদিকে সুস্থ সমাজ অসুস্থ হয়
মানুষের দুঃখের বোঝা বেড়েই চলে;
ফলে ওই মানবতার বৈকল্য ঘটিয়ে
সবার সকল শান্তির চেষ্টা যায় জলে।
ক্ষমতার লোভ সেই জ্বলন্ত শোক
আমরা সবাই ওই বিশ্বজুড়ে দেখি;
নামে আল্লাহ, ঈশ্বর, রাম, ভগবানে
মানুষ হিসেবে সত্যিই কি কিছু শিখি?
৩রা চৈত্র, ১৪৩০,
ইং ১৭/০৩/২০২৪,
রবিবার বেলা ১১:৩৩। ২৫৮৮, ২০/১৪৬
১৯/১২/২০২৪।