ঐ অন্ধকারে অজানাকে খুঁজি
না পেয়ে তারে;
ঈশ্বর বলে চালিয়ে দেই
আমরা জোর করে।
আলোয় যাহা আমরা দেখি
বিশ্বাস করি না;
ওই অন্ধকারকে পরম ভেবে
কত আরাধনা!!
মানবতাবোধ হারিয়ে ফেলে
ধর্ম, দেবদেবীর খেলা;
মানুষে মানুষে বিভেদ টেনে
ভাসাই স্বার্থের ভেলা।
আমরা মানুষ যদি হতে পারতাম
ঈশ্বর খুঁজতে হতো না;
ওই আমার কাছে তুমিই ঈশ্বর
প্রেমের বাঁধনে বাঁধনা।
বিপদে-আপদে তুমি আমার
করুণার ওই ঠাঁই;
তোমারে হারিয়ে বলতো বন্ধু
কেন ঈশ্বর চাই?
২১শে ভাদ্র, ১৪৩৯,
ইং ০৮/০৯/২০২৩,
শুক্রবার বেলা১১:৫১।২১২৩, ১৯/৫৪, ০৯/০৯/২০২৩।