ইলিশের দাম আকাশ ছোঁয়া
খাইতে ইচ্ছা করে;
জলের ইলিশ ডাঙ্গায় এসে
কেমন লাথি মারে।
পয়সা কামায় ধনীরা সব
ফটকা বাজার পেয়ে;
রসনা মেটায় সাধারণ ওই
বহু মূল্য দিয়ে।
দেশের মানুষ পায় না খেতে
বিদেশে চলে যায়;
কেমনে এই দেশের সরকার
সেই অনুমতি দেয়?
ধনতন্ত্রের রোগ যে এটাই
হয় গরীব উপেক্ষিত;
ঠকার পর শাসকের কথায়
গরীবরাই হয় প্রীত।
না পেয়েও পাওয়ার স্বাদ
দেখ মেটায় গরিবেরা;
ঐ প্রতিশ্রুতির বন্যা দেখে
হয় যে দিশেহারা।
শাসক শোষক সবাই মিলে
দেশটা চুষে খায়;
এমন দেশে হত দরিদ্ররা
বলতো কোথায় যায়?
স্বপ্ন দেখেই সুখ যে তাঁদের
বাস্তব অনেক দূরে;
সবাই ভাবে বসে অন্ধকারে
আসবে সুখ ঘুরে।
১৯শে ভাদ্র, ১৪৩০,
ইং ০৬/০৯/২০২৩,
বুধবার সন্ধ্যা৬:০২। ২১২১, ১৯/৫০, ০৭/০৯/২০২৩