মনের মানুষ কজন হয়
সত্তা ভিন্ন দুইয়ে;
একজন যদি ডানে যায়
অপর যায় বায়ে।
পৃথক সত্তা পৃথক ভাবনা
পৃথক চেতন শক্তি;
বিশ্বাসে পৃথক হতেই পারে
এবং ভিন্ন ভক্তি।
ওই জ্ঞানীগুনির সহমর্মিতা
হয় সহনশীলতার জন্য;
কিছু দিলে কিছু পাওয়া যায়
পরস্পর হতেই পারে ধন্য।
ওই সবার কাছে সত্য যেমন
মিথ্যা ও ঠিক তাই;
মিলন ঘটে বিবেক বোধের
যদি মনে প্রাণে চাই।
আর ভালোবাসায় আত্ম দর্শন
ছাড়তে পারে সুখ;
পরের জন্য নিজের স্বার্থত্যাগে
থাকেনা কোন দুখ।
সুখের মুখ দেখতে গেলে
দোষ ত্রুটি ছাড়ো;
জ্ঞান বোধের বিবেক নিয়ে
সম্মুখে তাই বাড়ো।
এই জগতে সবই পুরানো
নতুন করে দেখা;
সেই অদর্শনকে দর্শনে এনে
হয় সবার কিছু শেখা।
২৪ শে আশ্বিন,১৪৩০,
ইং ১২/১০/২০২৩,
বৃহস্পতিবার বিকেল ৪:২২। ২১৫৬, ১৯/১৫৩, ১৩/১০/২০২৩