আর দেরি নয় ওঠো জেগে
ওরে বাঙালী:
সোনার বাংলার সন্তান আমরা
নই গো কাঙ্গালী।
ধ্বংস করো জামাত শিবির
রক্ষা করো দেশ;
ইউনুস রূপি ওই ফ্যাসিস্টদের
করতে হবে শেষ।
শেষের বাঁশি বাজিয়ে দিল
শত্রুর আত্মসমর্পণের দিন;
বিশ্বাসঘাতক ওই জামাতদের
এবার শোধতে হবে ঋণ।
ঐ ১৬ই ডিসেম্বর এসেই গেল
আর তো দেরি নয়;
খান সমর্থকদের ডুবিয়ে মারো
হোক জয় বাংলার জয়।
২৬শে অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ১২/১২/২০২৪,
বৃহস্পতিবার রাত ৬:২০। ২৫৮২,১৯৪,
১৩/১২/২০২৪।