মরার আগে ক'বার মরবে
এই বৃদ্ধ মানুষজন?
তাই ভাবতে হবে স্বচ্ছ ভাবে
এবং বুঝতে হবে মন।
বৃদ্ধ বয়সে মনের শক্তি
অনেকটা হ্রাস পায়;
সেই ভয়েই যদি কিছু ঘটে
কে নিবে তার দায়?
শৈশব থেকে বিপদের মাঝে
মানুষের কাটে জীবন;
শেষ বয়সে এসে কেন তবে
করছি তাহা বপন?
মনের শক্তি জোগাতে হবে
যে কয়দিন আছি;
সেই কয়দিন যেন আমরা
ভালোভাবে বাঁচি।
১১ই আশ্বিন, ১৪৩০,
ইং ২৯/০৯/২০২৩,
শুক্রবার সন্ধ্যা ৬:৪৭। ২১৪৩, ১৯/১১০, ৩৩/০৯/২০২৩।