মাতৃ দিবসে শ্রদ্ধা জানাই
ওই আমাদের মাকে;
আবার অপ্রয়োজনীয় ঠাউরে নিয়ে
হারিয়ে ফেলি বাঁকে।

ওই যে দূরে সেই বৃদ্ধাশ্রম
হয় জন্মদাত্রীর ঠাঁই ;
বলতো এই মাতৃ দিবসে মাকে
কেমনে কাছে পাই?

আমাদের মায়েরা তো সর্বংসহা
সবই সইতে পারে;
অধিকারবোধ নাই বলে বুঝি
ঠাঁই বৃদ্ধাশ্রমের ঘরে।

বলতো কে কবে রক্ত দিয়েছে
মায়েদের অধিকার নিয়ে?
আমাদের মায়েরা যে ধন্য শুধুই
সন্তানকে ভালোবাসা দিয়ে।

স্বপ্ন দেখি আর স্বপ্ন দেখাই
মাতৃ দিবস এলে;
মাতৃ জাতির উপরে সকল অত্যাচার
তাইতো আজও চলে।

২৯শে বৈশাখ ১৪৩১,
ইং ১২/০৫/২০২৪,
রবিবার রাত ১০:১৬। ২৩৬৭, ২১/৫৯
১৩/০৫/২০২৪।