নারী দিবস, পুরুষ দিবস,
কত দিবস আছে;
মানুষ দিবস অপমানেতে
চুপটি করে বসে।
ওই মানুষরূপী অমানুষরা
জগত শাসন করে;
মনুষ্যবোধ, বিবেক, বুদ্ধি,
সকল কিছু ছেড়ে।
নারীরা আজ ধর্ষিত হয়
পথে-ঘাটে মাঠে;
দিবস পালন করে তাঁদের
কি সম্মান জোটে?
শৈশব কৈশোর হারায় নারী
ওই পশুদের জন্য;
আর এই স্বর্গভূমি নরক হয়
আঁধার জনারণ্য।
যেই মায়ের গর্ভে জন্ম নিয়া
ধরায় পুরুষ আসে;
ধর্ষিত হয় সেই মায়েরাই
শাসক প্রশাসক হাসে।
কিসের শ্রদ্ধা? কিসের সম্মান?
কিসের ভালোবাসা?
দেখি নারীর দেহ পণ্যরূপে
ক্রেতার কাছে আসা।
জগতে হিন্দুধর্ম, মুসলিমধর্ম,
ধর্ম দেখি কত;
নারীর ক্ষেত্রে সবাই সমান
ভোগ্য জিনিসের মত।
ভালো লাগলে আদর করি
মন্দতে জোটে লাথি;
এই কি সেই মায়ের জায়গা?
কেমনে হবে সাথী?
২৩শে ফাল্গুন, ১৪৩১,
ইং ০৮/০৩/২০২৫,
শনিবার সন্ধ্যা ৭:০১।২৬৬৭,
২৫/০৭, ০৯/০৩/২০২৫।